Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 30 October 2023
  • অন্যান্য

মা মহিলা দলে, ছেলে পদ প্রত্যাশি ছাত্রলীগে

ছবিঃ সংগৃহীত

মা জাতীয়তাবাদী বিএনপির দলের সদস্য, ছেলে ভিড়তে চান ছাত্রলীগের পদে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের পূর্বের রাজনৈতিক পরিচয় ভাইরাল হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। সম্প্রতি ওই উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে আসতে মরিয়া জি এম শিমুল নামে উঠেছে এমন অভিযোগ।

খোঁজ নিয়ে জানা যায়, রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের জাতীয়তাবাদী বিএনপির সাবেক সদস্য সাহিদা গাজী ছেলে জি এম শিমুল । চরমোন্তাজ ইউনিয়নের সভাপতি পদ পেতে দৌড় ঝাপ করছেন নেতাদের কাছে। তবে এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করছেন ঐ ইউনিয়নের ছাত্রলীগের নেতা কর্মীরা। আরও জানা যায় জি এম শিমুল বর্তমানে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন।

চরমোন্তাজ ইউনিয়ন জাতীয়তাবাদী বিএনপির সদস্য সাহিদা গাজীকে একাধিক বার ফোন করলে তার ফোনটি বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

অভিযুক্ত ছাত্রলীগ পদ প্রত্যাশী জি এম শিমুল বলেন, “আমার বিরুদ্ধে এসব মিথ্যা প্রচারণা চালাচ্ছে প্রতিদ্বন্দী প্রার্থীরা। আমি এর আগে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব এছাড়াও আমি বর্তমানে ছাত্রলীগের উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক পালন করেছি এবং আমার পরিবার আওয়ামী লীগের পরিবার। আমার মা বিএনপি কমিটিতে নাম আছে তার মানি এই না সে বিএনপি করে।”

উপজেলা চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোশারেফ খাঁন বলেন, সে তো অনেক আগে বিএনপি তে ছিলেন। সাহিদা গাজী ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী এখন দেখছি বিএনপির লোকদেরই দলে জায়গা হয়।ত্যাগী লোকদের মূল্যয়ন কম। তারপরও এখনও কমিটি দেয়নি দেখি যারা কমিটি দিবে তারা কি করে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠনে কোনো বিএনপি- জামায়াত পরিবারের সদস্য বা অনুপ্রবেশ কারীদের জায়গা হবে না।সম্প্রতি রাঙ্গাবালী উপজেলা চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমরা খুব শীঘ্রই যাচাই বাছাই করে কমিটি প্রকাশ করবো।

error: Content is protected !!