Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 14 December 2023
  • অন্যান্য

মাইকিং করে ৮৫ টাকায় নতুন পেঁয়াজ বিক্রি

ডেক্স রিপোর্ট
December 14, 2023 8:09 am । ১৬৩ জন
ছবিঃ সংগৃহীত

সারাদেশে পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি থাকলেও কুমিল্লায় ৮৫ টাকায় মাইকিং করে বিক্রি করা হচ্ছে পেঁয়াজ ।

 

বুধবার( ১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর চকবাজার তেরিপট্টি এলাকার শাহপরান এন্টার প্রাইজ নামক একটি দোকানে এ দামে বিক্রি করা হয় । এসময় সাধারণ মানুষ সেখানে পেঁয়াজ কিনতে ভিড় জমান ।

জানা যায়, গত দুই দিন ধরে নগরীসহ জেলার বিভিন্ন স্থানে পেঁয়াজ ১৪০ টাকা থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছিল । বিষয়টি অবগত হওয়ার পর দাম নিয়ন্ত্রণে দোকান মালিক সমিতি ও পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন । এরপর বাজার তদারকিতে মাঠে নামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং সুবিধাবাদী ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে দোকান মালিক সমিতির উদ্যোগে দাম কমে আসে‌ । এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে নগরীর চকবাজার তেরিপট্টি এলাকার শাহপরান এন্টার প্রাইজে ৮৫ টাকায় এক কেজি পেঁয়াজ বিক্রি করা হয় ।

কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন বলেন, কম দামে পেঁয়াজ ক্রয় করতে পারায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে । পর্যায়ক্রমে দাম আরও কমে আসবে ।