Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 8 May 2024
  • অন্যান্য

থ্রিজি সেবা বন্ধ করে দিলো বাংলালিংক

নিজস্ব প্রতিনিধি
May 8, 2024 6:03 pm । ৩৪ জন
ফাইল ছবি

দেশের মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক তাদের থ্রিজি সেবা বন্ধ করে দিয়েছে। দেশজুড়ে দ্রুতগতির ফোরজি নেটওয়ার্কের গুণগতমান ও গতি আরও বৃদ্ধি করতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে ফোরজি নেটওয়ার্কের আরো বেশি তরঙ্গসহ অন্যান্য রিসোর্স বরাদ্দ করতে পারবে অপারেটরটি।

গত ৫ মে দেশের প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে বাংলালিংক দেশব্যাপী থ্রিজি সেবা বন্ধ করে দেয়।

 

বাংলালিংক বিনিয়োগের ক্ষেত্রে ধারাবাহিকভাবে উন্নত ফোরজি সেবা গ্রহণ ও ২০২১ সাল থেকে পর্যায়ক্রমে থ্রিজি সেবা বন্ধ করার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এই কৌশলগত সিদ্ধান্তটি বাংলালিংকের মূল কোম্পানি ভিওন কর্তৃক সমর্থিত। এছাড়া ভিওন পরিচালিত বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও এটি সংগতিপূর্ণ।

 

এছাড়াও চলমান নেটওয়ার্ক আধুনিকীকরণ ও সম্প্রসারণের অংশ হিসাবে সম্প্রতি বাংলালিংক সংশ্লিষ্ট খাতের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলির সাথে বেশ কয়েকটি নতুন চুক্তি সম্পাদনের ঘোষণা দিয়েছে।

 

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য হল গ্রাহকদের নিরবচ্ছিন্ন সংযোগ ও উদ্ভাবনী সেবা প্রদান করা। ফোরজির জন্য বরাদ্দকৃত তরঙ্গসহ অন্যান্য রিসোর্স আরও বাড়িয়ে, আমরা গ্রাহক অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবো।

 

সম্প্রতি, বাংলালিংক সারাদেশে উচ্চতর গতি ও কভারেজ নিশ্চিত করতে এর নেটওয়ার্ক সক্ষমতা দ্বিগুণ করেছে বলে জানিয়েছে।

dsk tv
error: Content is protected !!