Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 6 January 2024
  • অন্যান্য

ভোটের দিন তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ডেক্স রিপোর্ট
January 6, 2024 7:23 pm । ১০৪ জন
ছবিঃ সংগৃহীত

ভোটের দিন দেশের ৩টি বিভাগের দুই এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

শনিবার( ৬ই জানুয়ারি) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেয়া হয়েছে ।

পৌষের শেষের দিকে এসে সারাদেশে শীত ঝেঁকে বসেছে । পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার দেশের সর্বনিম্ন৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ।

আবহাওয়া অফিস বলছে, সারাদেশে রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । আবহাওয়ার এ পরিস্থিতি সোমবার( ৮ই জানুয়ারি) সকাল পর্যন্ত বিরাজ করতে পারে ।

এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে । তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু- য়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে ।

আবহাওয়া অফিস আরো বলছে, শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে । ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে । এ পরিস্থিতি মঙ্গলবার( ৯ই জানুয়ারি) সকাল পর্যন্ত বিরাজ করতে পারে ।

এ ছাড়া সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে । বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে ।

error: Content is protected !!