জামায়াত-বিএনপির অবৈধ অবরোধ-হরতাল, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুরের খানসামা বাজারে অবস্থিত উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে উপজেলা আওয়ামী লীগ।
আজ রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় খানসামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রানা’র নেতৃত্বে এ মিছিল বের হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ জামানের সার্বিক ব্যবস্থাপনায় বিক্ষোভ মিছিলে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীমান দাস, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য ও জেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হাবিব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার শিক্ষা ও সাহিত্য সম্পাদক হাতেম আলী, পাকেরহাট কলেজের সাবেক ভিপি আবু সায়েদ, মেম্বার ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য খলিলুর রহমান, সাবেক মেম্বার হেলাল, উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, আলোকঝাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আপন রায়, জাহাঙ্গীর, সাজু, রাহাত, মুন্না, সৌরভ, সজীবসহ আরো অনেকে।