Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 25 October 2023
  • অন্যান্য

সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতার মত বিনিময়

কয়রা (খুলনা) সংবাদদাতা
October 25, 2023 1:29 pm । ১৬৫ জন

Google News

খুলনার কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম সাইফুল্লাহ আল মামুন।

 

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে কয়রা সাংবাদিক ফোরামের অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

আ.লীগ নেতা এস এম সাইফুল্লাহ আল মামুন কয়রা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সানা ইউনুছুর রহমানের এক মাত্র ছেলে।উপকূলীয় কয়রা ও পাইকগাছা উপজেলায় তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

মতবিনিময় সভায় সাইফুল্লাহ্ আল মামুন বলেন,আমার বাবা, দাদা সকলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল।কয়রায় আ.লীগের দুর্দিনে আমার পরিবার হাল ধরেছে।আমি আ.লীগ সরকারের উন্নয়ন কয়রা ও পাইকগাছা উপজেলায় তুলে ধরতে ব্যাপক গণসংযোগের কাজ করেছি। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থী হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,আমি কোন ক্যান্ডিডেট না,যদি দল ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে বলেন তাহলে নির্বাচন করবো।

এসময় উপস্থিত ছিলেন কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবির হোসেন,সহ- সভাপতি সাংবাদিক মোক্তার হোসেন, আব্দুল্লাহ আল জুবায়ের,বায়জিদ হোসেন,আতাউর রহমান তুহিন,আসিফ সিদ্দিকী,আব্দুল আলিম সহ জেলা যুবলীগ নেতা কনক সরকার, মোঃ তরিকুল ইসলাম সাগর, মেহেদী হাসান রনি, মোহসিন রেজা, আয়ুব আলী, মাকসুদুল আলম, মারুফ বিল্লাহ, শহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য,খুলনা জেলার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী ‘মদিনাবাদ সানা পরিবারে’ সাইফুল্লাহ্ আল মামুনের জন্ম। তাঁর পিতার নাম এস, এম, ইউনুছুর রহমান,সানা ইউনুস নামে সুপরিচিত ছিলেন।তিনি কয়রা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কালিন সাধারণ সম্পাদক ছিলেন।

dsk tv