Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 26 September 2023
  • অন্যান্য

বিএনপি-জামাত আবারো ষড়যন্ত্র শুরু করছে- এমপি তন্ময়

বাগেরহাট জেলা সংবাদদাতা
September 26, 2023 3:04 am । ১৪৫ জন

Google News

আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত আবারো ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা সবাই সজাগ থাকবেন, যাতে এলাকায় তারা বিশৃংখলা সৃস্টি করতে না পারে। কোথাও বিশৃংখলা সৃস্টি করতে চাইলে তাদের কে প্রতিহত করতে হবে।

 

রবিবার বিকালে কচুয়া বাজারের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত পথসভায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় একথা বলেন।

তিনি আরো বলেন, দেশের মানুষ শান্তি চায়,নিরাপত্তা চায়, উন্নয়ন চায়। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল নানা ষড়যন্ত্র করছে। দেশের মানুষ উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে শেথ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে চায়।

এসময়ে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.হেমায়েত উদ্দিন ভুইয়া, জেলা আওয়ামীলীগ নেতা মো.ফিরোজুল ইসলাম, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক সহ আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা পথসভাস্থলে এসে হাজির হয়। পরে পথসভাটি জনসভায় রুপ নেয়।

dsk tv