Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 22 October 2023
  • অন্যান্য

লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষিকার মৃত্যু

লালপুর (নাটোর) সংবাদদাতা
October 22, 2023 2:05 am । ১২০ জন
ফাইল ছবি

নাটোরের লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হোসনেয়ারা খাতুন হীরা(৪০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

 

তিনি উপজেলার আট্টিকা গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী ও উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

 

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসনেয়ারা খাতুন গত কয়েকদিন ধরে জ্বর,গা ব্যথা, মাথা ব্যথাসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়লে শুক্রবার দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোর ৪ টার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্বামীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে যান। তার মৃত্যুতে লালপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হযরত আলী ও উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:বেলাল হেসেন মরহুমের রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুরুজ্জামান শামীম বলেন, সারা দেশের ন্যায় লালপুরেও ডেঙ্গুর আক্রমণ বেড়েই চলেছে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এবং জ্বর গা ব্যথা গলা ব্যথা মাথা ব্যথা সহ ডেঙ্গুর কোন লক্ষণ পাওয়া গেলে অতি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন।