Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 19 February 2024
  • অন্যান্য

পাঁচবিবিতে স্কুল ছাত্র হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত

জয়পুরহাট সংবাদদাতা
February 19, 2024 7:12 pm । ৬৯ জন

জয়পুরহাটে আবু হোসেন হত্যা মামলায় ৫ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোঃ নুরুল ইসলাম এ রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন পাঁচবিবি উপজেলার মোঃ রব্বানী, মোঃ রাফিউল,মোজাফ্ফর হোসেন, মোছাঃ সহিদা বেগম ও মোছাঃ আমিনা বেগম।

মামলার রায়ের বিবরণে জানাগেছে যে গত ২০১০ সালের ২৫ মার্চ সকাল ৯টায় পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামে বাড়ির সামনে খরের গাদায় খর খোলার সময় আবু তাহের নামের ব্যক্তিকে পুর্ব শত্রুতার জের ধরে আসামীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এবং তাকে আহত করে এসময় তার ছেলে আবু হোসেন এগিয়ে এলে আসামীরা তাকেও মারপিট করেন এবং সে এক সময় গুরুত্বর আহত হলে আসামীরা পালিয়ে চলে যায়। পবে স্থানীয়রা অবু হোসেনকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করায়। আহত আবু হোসেনের অবস্থার অবনতি হলে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার পিতা আবু তাহের ৪ এপ্রিল পাঁচবিবি থানায় ৯জনের নাম উল্লেখ করে মামলা করেন।

শুনানি শেষে আদালত ৫ জনের ফাঁসির রায় দেন এবং প্রত্যেক কে ৫০ হাজা টাকা করে জরিমানা করেন। ৫ জনের মধ্যে ১জন পলাতক রয়েছেন।

জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর এড নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এই রায়ে সরকার বা বাদীপক্ষ এবং নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনেরাও খুশি।