Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 6 October 2023
  • অন্যান্য

দৈনিক সত্যের কণ্ঠ পত্রিকায় সংবাদ প্রতিনিধি( সাংবাদিক) নিয়োগ

ডেক্স রিপোর্ট
October 6, 2023 9:36 am । ৬২৮ জন
ছবিঃ দৈনিক সত্যের কণ্ঠ

দেশের বিভিন্ন জেলা, থানা/ উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘ দৈনিক সত্যের কন্ঠ অনলাইন নিউজ পোর্টাল ’ পত্রিকায় সংবাদ প্রতিনিধি( সাংবাদিক) নিয়োগ দেয়া হবে । ‘ দৈনিক সত্যের কন্ঠ ’ অনলাইন সংস্করণ ইতি মধ্যে পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে । পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি- পেশার হাজারো মানুষ । বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ সংবাদকর্মীরা । এরই ধারাবাহিকতায় ‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ ।

পদের নামঃ জেলা প্রতিনিধি/ উপজেলা প্রতিনিধি/ ক্যাম্পাস প্রতিনিধি/ ক্রিয়া বিষয়ক প্রতিনিধি/ স্বাস্থ্য বিষয়ক লেখক সহ বিভিন্ন পরামর্শদাতা।

কর্মস্থলঃ সারা বাংলাদেশ( প্রতিটি জেলা, উপজেলা, থানা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে)

 

দৈনিক সত্যের কণ্ঠ পত্রিকায় সংবাদ প্রতিনিধি( সাংবাদিক) নিয়োগ

যোগ্যতাঃ আবেদনকারীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় পাশ অথবা চলমান প্রার্থীরা আবেদন করতে পারবেন ।

নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার নিয়মঃ

*ছবিসহ আপনার নিজের ইমেইল থেকে অনলাইনে সিভি/ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে । সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে । কারণ যে ই- মেইল থেকে সিভি পাঠাবেন, পত্রিকা অপিস থেকে সেই ই- মেইলেই রিপ্লাই দেয়া হবে ।

*(dailysotterkontho@gmail.com) সিভি করতে হবে,( জাতীয় পরিচয়পত্রের স্পষ্ট অনুলিপি/ ফটোকপি সংযুক্ত করতে হবে) চারিত্রিক/ নাগরিকত্ব সনদ পত্র সংযুক্ত করতে হবে, শিক্ষাগত যোগ্যতার স্পষ্ট সনদপত্র প্রমাণ স্বরূপ দিতে হবে । যে এলাকায় আপনি অবস্থান করবেন সেই এলাকার জন্য আবেদন করবেন ।

*পরিশ্রমী, মেধাবী, আগ্রহী এবং অভিজ্ঞ/ নতুনদের অগ্রাধিকার দেয়া হবে ।

*নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে ।

*প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০ বেতন আকারে দেয়া হবে ।

*নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে ।

*অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে ।

*নিউজের ছবি অথবা নিউজের সঙ্গে ভিডিও পাঠানো যাবে ।

*চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে । আবেদন করার ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে যাচাই- বাচাই করে সংবাদ প্রতিনিধি( সাংবাদিক) হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করা হবে ।

*ভিডিও সংবাদদাতা ভিডিও এর আয়ের উপর থেকে ৫০% পাবে। যা প্রতি মাসে ১০ হাজার টাকাও তার ওধিক হতে পারে।

যোগাযোগঃ

ফোনঃ +৮৮০৯৬৩৯১৩০২১৯, অথবা +৮৮০১৯০৯২৩০২১৯

ইমেইলঃ dailysotterkontho@gmail.com

#