Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 3 October 2023
  • অন্যান্য

প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন সাকিব

স্পোর্টস ডেস্ক
October 3, 2023 12:38 pm । ১০৭ জন
ফাইল ছবি

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন দলের সহ- অধিনায়ক নাজমুল হোসেন শান্ত । ফুটবল খেলতে গিয়ে চোট বাঁধানোয় দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল ব্যাটিং একাদশ সাজিয়েছে অধিনায়ক সাকিবকে ছাড়াই । তবে সাকিব ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পেয়েছেন ।

সব কিছু ঠিক থাকলে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে সাকিবকে ।

আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ । তার আগে প্রস্তুতি ম্যাচের জন্য টাইগারদের অবস্থান আসামের গোয়াহাটিতে । সেখানে ফুটবল নিয়ে প্র্যাকটিসের সময় চোট পান সাকিব । পায়ের সেই চোটে তাকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে দেখা দেয় শঙ্কা ।

তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শুরুর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত জানান, সাকিবকে ফিট মনে হচ্ছে তার, খেলতে পারবেন প্রথম ম্যাচ । এদিকে টিম ম্যানেজমেন্ট সূত্রও বিডিক্রিকটাইমকে জানিয়েছে, সাকিবের এখন অস্বস্তি নেই বললেই চলে । নেটে ব্যাট হাতে অনুশীলনও করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার ।

সাকিব ছাড়া দলে আপাতত কোনো চোট সমস্যা নেই । যদিও আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল বিশ্বকাপে নেই । বিশ্বকাপের আগে চোটে পড়ে নেতৃত্ব ছাড়েন তিনি । এরপর ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা হলে অভিমানে বিশ্বকাপ দল থেকেই সরে দাঁড়ান তামিম ।

 

আবারঃ

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন দলের সহ- অধিনায়ক নাজমুল হোসেন শান্ত । ফুটবল খেলতে গিয়ে চোট বাঁধানোয় দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল ব্যাটিং একাদশ সাজিয়েছে অধিনায়ক সাকিবকে ছাড়াই । তবে সাকিব ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পেয়েছেন ।
আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ । তার আগে প্রস্তুতি ম্যাচের জন্য টাইগারদের অবস্থান আসামের গোয়াহাটিতে । সেখানে ফুটবল নিয়ে প্র্যাকটিসের সময় চোট পান সাকিব । পায়ের সেই চোটে তাকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে দেখা দেয় শঙ্কা ।

তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শুরুর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত জানান, সাকিবকে ফিট মনে হচ্ছে তার, খেলতে পারবেন প্রথম ম্যাচ । এদিকে টিম ম্যানেজমেন্ট সূত্রও বিডিক্রিকটাইমকে জানিয়েছে, সাকিবের এখন অস্বস্তি নেই বললেই চলে । নেটে ব্যাট হাতে অনুশীলনও করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার ।

সাকিব ছাড়া দলে আপাতত কোনো চোট সমস্যা নেই । যদিও আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল বিশ্বকাপে নেই । বিশ্বকাপের আগে চোটে পড়ে নেতৃত্ব ছাড়েন তিনি । এরপর ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা হলে অভিমানে বিশ্বকাপ দল থেকেই সরে দাঁড়ান তামিম ।

dsk tv
error: Content is protected !!