Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 9 September 2023
  • অন্যান্য

ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ায় শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় আহত

জয়পুরহাট প্রতিনিধি
September 9, 2023 2:08 pm । ১৩১ জন

জয়পুরহাটের আক্কেলপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী ফুটবল খেলায় অংশ নিতে আসার পথে ভটভটি উল্টে একটি বালিকা বিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে চার জন শিক্ষার্থীর হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯ টার দিকে আক্কেলপুর-শ্রীরামপুর সড়কের শ্রীরামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের সবাইকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট ২ আসনের এম পি ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ-খবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে ছুটে আসেন এবং সুচিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের নির্দেশ দেন।

আহতরা শিক্ষার্থীরা সবাই তিলকপুর আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের। দুর্ঘটনার কারণে তিলকপুর আর্দশ বালিকা বিদ্যালয় ও ভানুরকান্দা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে উদ্বোধনী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলার স্থগিত করা হয়েছে।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল আলম আকন্দ বলেন, ভটভটি উল্টে আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চারজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছেন। সবাই শঙ্কা মুক্ত। এছাড়া ভটভটির ড্রাইভার ও বিদ্যালয়ের দপ্তরিও ভর্তি হয়েছেন।

তিলকপুর আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী খেলোয়াড় ভটভটি চড়ে যাচ্ছিল। আমরা ভটভটির পিছনে যাচ্ছিলাম। হঠাৎ করেই শ্রীরামপুর মোড়ে ভটভটি উল্টে যায়। এতে ১৩ জন শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদের দেখতে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন মহোদয় হাসপাতালে এসেছিলেন। তিনি শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে আসার পথে ভটভটি উল্টে তিলকপুর আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

dsk tv
error: Content is protected !!