Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 12 June 2023
  • অন্যান্য

হাতপাখায় ভোট দিলে নৌকায় যাওয়ার অভিযোগ

ডেক্স রিপোর্ট
June 12, 2023 11:42 am । ১৭৭ জন

Google News

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএমে হাতপাখা প্রতীকে চাপ দিলে ভোট নৌকা প্রতীকে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবদুল আউয়াল ।

সোমবার সকালে নগরীর পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসায় ভোট দিয়ে সংবাদমাধ্যমে তার পোলিং এজেন্টদের বরাতে এমন অভিযোগ করেন হাতপাখার এ প্রার্থী ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখার এই প্রার্থী জানান, নিজে যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেখানকার ইভিএমে কোনো সমস্যা পাননি তিনি ।

তবে তিনি অভিযোগ করে বলেন, মেশিন নষ্ট, কোনো কোনো জায়গায় একটু উল্টাপাল্টা হচ্ছিল । একটা অভিযোগ পাওয়া গেল যে ইভিএমে হাতপাখায় ভোট দিলে তা নৌকায় চলে যাচ্ছে ।

বিভিন্ন কেন্দ্রে ইভিএমের বিভ্রাট হচ্ছে জানিয়ে হাতপাখার প্রার্থী আবদুল আউয়াল জানান, ভোট ধীরগতিতে চলছে । তবে অভিযোগ যদি তাড়াতাড়ি সংশোধন করে ফেলে, তবে সেটি বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না ।

ইসলামী আন্দোলনের এই প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি সুষ্ঠুভাবে ভোট হয়, নির্বাচনে জিতব এবং যে কোনো ফল মেনে নেব ।