Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 3 December 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

“সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি যে কাউকে বদলি করতে পারে”- স্বরাষ্ট্রমন্ত্রী

ডেক্স রিপোর্ট
December 3, 2023 3:10 pm । ১৩০ জন
ফাইল ছবি

Google News

ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা । নির্বাচনের কার্যকলাপ শুরু হওয়ার পর আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই ইসির ওপরে ন্যস্ত থাকে । তাই নির্বাচন কমিশন যদি মনে করে সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাউকে বদলি করা প্রয়োজন, তাহলে নির্বাচন কমিশন তা করতে পারে ।

আজ রোববার( ৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘ মুজিব একটি জাতির রূপকার ’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী শেষে তিনি এসব কথা বলেন ।

সারাদেশে ওসিদের বদলি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) হিসেবে আছেন, তারা হয়তো কারও প্রতি প্রভাবিত হতে পারেন । তাই হয়ত বদলির কথা বলেছেন । এটা নির্বাচন কমিশনের বিষয় । নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওসিরা যথারীতি বদলি হবেন । ’

তিনি আরও বলেন, বিএনপি- জামায়াত অবরোধ- হরতাল কর্মসূচির নামে অগ্নিসংযোগ ও নাশকতা করছে । তাদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে ।