Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 30 August 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে নিষিদ্ধ রিং ও চায়না দোয়ারী জাল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

মাছ শিকারে ব্যবহৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারি জাল বিক্রির উদ্দেশ্যে দোকানে মজুত রাখার দায়ে রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১০,০০০  হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সাপাহার সদর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন  এই ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন।
এ সময় আনুমানিক প্রায় ১লক্ষ ৫০  হাজার  টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারি জাল উপজেলা কার্যালয়ের মাঠে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সামনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা পারভিন, পুলিশ সদস্য ও আনসার সদস্যের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রুবিনা সুতা ঘর দোকান এর গোডাউন  থেকে আনুমানিক প্রায় ১ লক্ষ ৫০  হাজার টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারি জাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা  বলেন, জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।