আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, নোয়াখালী জেলার চাটখিল থানার পুলিশ কনফারেন্স রুম ও ব্যারাক উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার ৮ অক্টোবর বিকেলে চাটখিল থানা কনফারেন্স রুম ও ব্যারাক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান খান কামাল।
আরো উপস্থিত ছিলেন নোয়াখালী -১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি, নোয়াখালী জেলা প্রশাসক মাহবুব দেওয়ান, পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া, সোনাইমুড়ী নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, চাটখিল থানা অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন ও সদর থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম।
উদ্বোধন শেষে সংবাদ সম্মেলন সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী সংসদ নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন সম্পন্ন হবে বলে সাংবাদিকদের জানান।