Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 23 December 2023
  • অন্যান্য

রাস্তা দখল করে মাছ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Google News

নিষেধাজ্ঞা অমান্য করে দিনাজপুরের খানসামা উপজেলায় রাস্তা দখল করে মাছ বিক্রির অপরাধে মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মাছগুলো উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাকেরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান।

উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন বলেন, রাস্তা দখল করে মাছ বিক্রি যেন না করে সেজন্য সতর্ক করেছিলাম। এরপর জরিমানা করার পরেও কোনভাবে কর্ণপাত না করায় এবার মাছ জব্দ করি। শুধু মাছ বিক্রেতায় নয় রাস্তা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।