Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 16 August 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে চায়না দুয়ারী মাছ ধরার জাল জব্দ 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে ভ্রম্যমাণ আদালতে ৩২ টি নিষিদ্ধ চায়না দুয়ারী মাছ ধরার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট ইন্দ্রজিত সহা।
এ সময় উপস্থিত ছিলেন, থানা পুলিশ ও সংশিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য তুলারাম। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট ইন্দ্রজিত সহা জানান- ঘটনার দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাংবাড়ী কুমারপাড়া বিলে মাছ ধরার জন্য ওই এলাকার লোকজন দীর্ঘদিন যাবৎ  নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই বিল থেকে নিষিদ্ধ জাল গুলোকে উদ্ধার করা হয়।
এসময়, টের পেয়ে অনেক জাল মালিকেরা পালিয়ে যায়।পরে জব্দকৃত জালগুলো  মৎষ্য সংরক্ষণ আইন ১৯৫০অনুযায়ী থানা পুলিশ ও ইউপি সদস্যের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করে ফেলা হয়েছে।