পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৮০০ গ্রাম গাজাঁসহ সুলাইমান শিকদার (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড ফুলখালী গ্রামের স’মিল ব্যবসায়ী রুহুল শিকদারের ছেলে সুলাইমান শিকদার।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১১টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই রেজাউল কবির এবং এ এস আই সোহরাব এর নেতৃত্বে অভিযান চালিয়ে সুলাইমানকে ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।