পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর জেলা পুলিশ সদস্যদের এবং তাদের বাচ্চাদের জন্য কোরআন মাজীদ শিখন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১২ মার্চ) বাদ আসর পুলিশ লাইন্স জামে মসজিদে এ আয়োজন করা হয়।
কোরআন মাজীদ শিখন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
পবিত্র রমজানের সঙ্গে কোরআনুল কারিমের নিবিড় সম্পর্ক। কেননা কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। রমজান মাসে রাসুলুল্লাহ (স.) কোরআন চর্চায় অধিক মনোযোগী হতেন। এসময় নবীজি (স.) ও জিবরাইল (আ.) পরস্পরকে কোরআন পাঠ করে শোনাতেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ সোহেল মাহমুদ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও সকল পদপর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।