Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 23 December 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম সংবাদদাতা
December 23, 2023 1:43 pm । ১৩৯ জন

Google News

চট্টগ্রাম – ১ আসন মীরসরাই উপজেলার ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের এক সমর্থকের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান রুহেলের অনুসারীদের বিরুদ্ধে।

২২ ডিসেম্বর, ২০২৩ শুক্রবার বেলা ১২টার সময় উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নে ৪নং ওয়ার্ড এলাকায় উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, হামলার শিকার ওই সমর্থকের নাম দ্বীন মোহাম্মদ অপু (২২), ওই ইউনিয়নের মোহাম্মদ জাহাঙ্গিরের সন্তান। সে সকাল থেকে ৪নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের পোস্টার লাগানোর কাজ করছিল। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানার নির্দেশে প্রথম দফায় খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাবিবের নেতৃত্বে ইউসুফ, রিয়াজ, রাকিব, ফারুখসহ আরও বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অপুর ওপর হামলা চালায়। কোনোরকমে সেসময় হামলা থেকে বেঁচে পালিয়ে কিছুদূর আসার পর আবারও নৌকা প্রার্থী সমর্থক আরেক দলের হামলার শিকার হয় সে।

আরও জানা যায়, গুরুত্বর আহত অপুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, এর আগেও নৌকা প্রার্থীর সমর্থক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা এবং খৈয়াছড়া ছাত্রলীগের সভাপতি রাবিবের নেতৃত্বে আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। আমাদের কর্মীদের এলাকা ছাড়া করছে, নৌকায় ভোট না দিলে ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়া সহ কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছে। আজ আমাদের সমর্থক অপুর ওপর অতর্কিত হামলা করে গুরুত্বর আহত করেছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।

হামলার বিষয়টি অস্বীকার করে খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাবিব বলেন, বিএনপির কয়েকজন কর্মী স্বতন্ত্র প্রার্থীর পোষ্টার লাগানোর সময় আমাদের কয়েকজন কর্মীর সাথে হাতাহাতি হয়েছে। আমার নেতৃত্বে হামলার বিষয়টি সঠিক না।

এ বিষয়ে মীরসরাই থানার ওসি (তদন্ত) দ্বীপদেশ রায় জানান – হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।