Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 10 June 2023
  • অন্যান্য

ভৈরবে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

Google News

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ৩ হাজার ৯১৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতার দুইজনের মধ্যে শফিকুজ্জামান রুবেল(২৭) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চারআনিপাড়া এলাকার থেকে হাফিজ উদ্দিনের ছেলে ও শাকিল(১৯) ভৈরব উপজেলার কান্দাপাড়া শিবপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলেকে গ্রেপ্তার করা হয়৷
শনিবার, ১০ জুন বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলার আকবর নগর বাজার এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ২ হাজার ৮শ’ টাকা জব্দ করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান।
এ বিষয়ে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে।