বিএসটিআই মোবাইল কোর্ট অভিযানে গাইবান্ধার সুন্দরগঞ্জে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসটিআই।
বুধবার (২৫ অক্টোবর) সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ১ টি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতে- বিএসটিআই লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারায় উপজেলার মীরগঞ্জ বাজারে ইসলাম বেকারী নামে ১ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় উপজেলার পূর্ব বাইপাস এলাকায়
সেফ ফুড এন্ড বেকারী নামের প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ওজন ও পরিমাপ আইন-২০১৮ অনুযায়ী গাইবান্ধা রোড এলাকায় মেসার্স এ খলিল ফিলিং স্টেশন কে ২০ হাজর টাকা জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন জনাব মোঃ মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুন্দরগঞ্জ,গাইবান্ধা । প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব প্রকৌঃ জুনায়েদ আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম)ও আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)।
এ মোবাইল কোর্ট অভিযানে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রংপুর বিভাগীয় অফিস প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।