Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 29 October 2023
  • অন্যান্য

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটক

ডেক্স রিপোর্ট
October 29, 2023 6:17 am । ১৫৭ জন
ফাইল ছবি

Google News

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করেছে পুলিশ ।
আজ রোববার সকাল ৯টা ২৫ মিনিটে তাকে আটক করা হয় ।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাতারা বেগম উপস্থিত সাংবাদিকদের বলেন,’ পুলিশ এসে ভবনের সব সিসি ক্যামেরা ডিভাইস নিয়ে গেছে । পুলিশ বলেছে যে উপরের অর্ডার এসেছে, তাকে নিয়ে যেতে হবে । আমি আশা করব পুলিশের কাছে, তাকে যেন আবার ফিরিয়ে দেওয়া হোক ।’

বাসায় সাদা পোশাকের পুলিশসহ ইউনিফর্ম পরিহত অবস্থায় প্রথমে বাসার ভেতর এসে কথা বলেন । এরপর তারা চলে যান, কিন্তু বাসার নিচে তাদের উপস্থিতি ছিল । তারপর ১০ মিনিট পর আবার বাসার ভেতর এসে তাকে নিয়ে যায়,’ যোগ করেন তিনি ।

মির্জা ফখরুল অসুস্থ বলেও জানান স্ত্রী রাহাতারা বেগম ।
যোগাযোগ করা হলে ডিএমপির উপকমিশনার( গুলশান) মোহাম্মদ শহিদুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন,’ মির্জা ফখরুলকে ডিবি নিয়ে গেছে ।’

ঘটনাস্থল থেকে ডেইলি স্টারের প্রতিবেদক জানান, গুলশান- ২ এ মির্জা ফখরুলের বাসার নিচে সাড়ে ৯টার আগেই বেশ কিছু গাড়িতে পুলিশের অবস্থান দেখা যায় । সেখানে ইউনিফর্ম পরা পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্যরা ছিলেন ।

পরে বিএনপি মহাসচিবকে নিচে নিয়ে এসে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় পুলিশ ।

গতকাল নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে নেতাকর্মীদের পুলিশ সরিয়ে দেওয়ার পর রোববার সারাদেশে হরতালের ঘোষণা দেয় বিএনপি ।

রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এক বিবৃতিতে বলেন,’ শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের পরিকল্পিত তাণ্ডব ও সশস্ত্র হামলা নজিরবিহীন ও ন্যক্কারজনক । বিএনপির মহাসমাবেশের কর্মসূচি ঘোষণার পর থেকে আওয়ামী লীগের নেতা ও পুলিশের বক্তব্যেরই প্রতিফলন এই সশস্ত্র ও রক্তাক্ত আক্রমণ ।’

এর আগে গত বছর ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে ৯ ডিসেম্বর ভোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় ।
তুলে নেওয়ার পর বিকেলে তাদের পুলিশের ওপর হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখায় ডিবি ।