Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 8 September 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বদলগাছীতে স্বাস্থ্য সনদ ছাড়া গরু জবাই

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি
September 8, 2023 2:39 pm । ১৮৫ জন

Google News

নওগাঁর বদলগাছীতে স্বাস্থ্য সনদ ছাড়াই গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক কসাই এর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, উপজেলার কাদিবাড়ি গ্রামের কসাই মাজেদুল ইসলাম উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কর্যালয় থেকে একটি গাভীর স্বাস্থ্য সনদ পত্র গ্রহণ না করেই শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোরে তার নিজ বাড়িতে গরুটি জবাই করে বায়নাকৃত ব্যক্তির নিকট কিছু মাংস বিক্রি করেন। অবশিষ্ট মাংস বিক্রির জন্য উপজেলা পরিষদের সামনে সরকারি কলেজ গেটে বসলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক বিপিএএ উপস্থিত হয়ে মাংস বিক্রি বন্ধ করে দেয়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন ঘটনাস্থলে এসে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এর ধরা ৫ (২) ও ২৪ (১) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন। স্বাস্থ্য সনদ ছাড়া ও রোগাক্রান্ত পশু গোপনে জবাই করে মাংস বিক্রির অপরাধে কসাই মাজেদুল ইসলামের ৫ হাজার টাকা জরিমানা করেন ও ২২ কেজি মাংস জব্দ করে।