Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 1 September 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বদলগাছীতে ভুয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার আটক

Google News

নওগাঁর বদলগাছীতে ব্যবসায়ীর হাতে ভুয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার আটকের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ আগস্ট) উপজেলা সদরের বাসস্ট্যান্ড বাজারের আলম ট্রেডার্সের কীটনাশকের দোকানে। ভুয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসার পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম দেলোয়ার হোসেন সাঈদ (৪০)। সে নওগাঁ সদরের বরুনকান্দি হাট শিবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

আলম ট্রেডার্সের মালিক মাসুদ করিম আলম জানান, বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যার আগে ওই ব্যক্তি এসে আমাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসারের পরিচয় দেয়। এরপর সে আমার দোকান তদন্ত করতে চায়।

তখন দোকানদার আলম তার আইডি কার্ড দেখতে চায়। কার্ড না দেখিয়ে সে বলে তার অফিস বগুড়াতে। সন্দেহ হলে বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে খবর দেই। জাহিদ আসলে ওই ব্যক্তি এনএসআই এর সোর্সের পরিচয় দেয়। পরে থানায় ফোন দিলে ঐ ব্যক্তি বলে, ওসি এসপি’কে ফোন দিয়ে কোন লাভ হবে না। খবর পেয়ে থানা পুলিশ আসলে সে পাগলের অভিনয় শুরু করে।

এর আগে সে বাজারের সারা কনফেকশনারিতে গিয়ে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়।

বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, আলম ট্রেডার্স এর স্বত্বাধিকারী মাসুদ করিম আলম ভাইয়ের ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। ওই ব্যক্তি প্রথমে আমাকে এন,এস,আই এর সোর্স হিসেবে পরিচয় দেয়। এরপর পুলিশ আসলে সে পাগলের অভিনয় শুরু করে। তাৎক্ষণিক আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করি।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, লোকটি পাগলের মতো আচরণ করছে। কিন্তু তার পরিবার পাগল হিসেবে কোন প্রমাণ দিতে না পারায় আজ তাকে চালান করা হবে।