Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 14 August 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

“প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারাবাহিকতায় নির্বাচন করতে চান”- খাদ্যমন্ত্রী

Google News

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ন , অবাধ এবং অংশগ্রহণ মুলক করতে দেশের আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর। কারন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং একটি লেবেল প্লেইং নির্বাচন
অনুষ্ঠিত করতে চান। এ ব্যপারে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

খাদ্যমন্ত্রী রবিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নওগাঁয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আগষ্ট’ ২০২৩ মাসের মাসিক আইন—শৃঙ্খলা কমিটি’র সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা’র সভাপতিত্বে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেছেন।

সভায় জেলার আইন— শৃঙ্খলা পরিস্থিতি, শহরের যানজট, চিকিৎসা ব্যবস্থা, শহরের অবকাঠামো নির্মানসহ বিভিন্ন বিয়য় নিয়ে আলোচনা অনিুষ্ঠত হয়।

সভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোঃ রায়হানুজ্জামান সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল করিম, নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আত্রাই উপজেলা চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান, নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ হারুন অল রশিদ, নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাধারন সম্পাদক শফিক ছোটন, জেলা পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক সৈয়দ মোস্তফা কালিমী বাবু, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সালাহ উদ্দিন খান টিপু বক্তব্য রাখেন।

 

খাদ্যমন্ত্রী বলেন, জনগনই ক্ষমতার উৎস। তাঁরাই ঠিক করবেন কোন দল ক্ষমতায় যাবে। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ন পরিবেশে সঠিকভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন।

 

খাদ্যমন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে সারা বিশ্বে অর্থনৈতিক বিপর্যয় ঘটলেও বাংলাদেশের অর্থনীতি ছিল অটুট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদশীর্তার কারনে আমাদের দেশে অর্থনীতির উপর তেমন কোন নেতিবাচক প্রভাব পড়েনি। খাদ্যমন্ত্রী নওগাঁ শহরের যানজট নিরসন, অবকাঠামো নির্মান অইনের যথাযথ বাস্তবায়ন, স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা সেবার মান উন্নয়নসহ স্থানীয় বিভিন্ন সমস্যা নিরসনে প্রশাসন এবং পৌরসভা কত্তর্ূপক্ষকে বেশ কিছুপরামর্শ প্রদান করেন।