জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের নওগাঁ কাঁঠালি মাঠ থেকে হারাবতি নদীতে সংযুক্ত পানি নিস্কাশনের একমাত্র খালটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগ পোহাচ্ছে প্রায় সহস্রাধিক কৃষকরা ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নওগাঁ কাঠালি গ্রামের পূর্ব দিকে বিহিগ্রাম মাঠ থেকে হারাবতি নদীর সঙ্গে সংযুক্ত প্রায় ৪ কিলোমিটারের খালটির অধিকাংশ অংশ জুড়ে আগাছা, কচুরিপনা ও মাটি জমে ভরাট হয়ে গেছে । এ কারণে বর্ষা মৌসুমে ওই এলাকার পাশাপাশি তিনটি উপজেলার দশটি মৌজার প্রায় সাতশত একর জমির পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয় । বর্ষাকালে মাঠের পানি নিস্কাশন না হওয়াই সেই পানি গ্রামের ভিতরে প্রবেশ করে । শুধু তাই নয়, সময় মত বর্ষার পানি নিস্কাশন না হওয়ার কারণে ওই মাঠগুলোতে রবি শষ্য চাষ মৌসুমে অধিকাংশ জমিতে পানি জমে থাকে । একারণে কৃষকরা তাদের জমিতে সময়মত আলু ও সরিষা ও অন্যান্য ফসল চাষাবাদ করতে না পারায় অনেক জমি অনাবাদি পড়ে থাকে বলে কৃষকের অভিযোগ রয়েছে ।
এ ব্যাপারে উপজেলার নওগাঁ কাঁঠালী গ্রামের কৃষক হাকিম মিয়া ও শহিদ মিয়া বলেন, বর্ষা মৌসুমে জমির পানি খালটি দিয়ে হারাবতি নদীতে নেমে যায় । কিন্তুু দীর্ঘদিনেও এই খালটি সংস্কার না হওয়ায় জমির পানি কোন দিকে নেমে যেতে পারে না । বরং জমির পানির কারণে আলু ও সরিষা লাগাতে পারি না ।
কাঁঠালী গ্রামের অপর কৃষক সবুজ হোসেন বলেন, বর্ষা মৌসুমে জমির পানি সময়মত নেমে না যাওয়ায় রবি শস্য লাগাতে পারি না । কৃষকের স্বার্থে এই খালটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন তিনি ।
স্থানীয় চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ বলেন, এই খালটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে । ইতিমধ্যে এই খালটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন করে গেছেন । আশা করছি দ্রুত খনন কাজ শুরু করতে সক্ষম হবো । এ ব্যাপারে জমির মালিকদের সহযোগিতাও চেয়েছেন তিনি ।