জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন জিয়ার মাড় এলাকা হতে ৫১ বাতল ফেন্সিডিলসহ মোঃ নাদীম নিরব (২৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত ১৫ জুলাই রাত আনুমানিক ১০:৩০ ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে জয়পুরহাটের র্যাব ক্যাম্পের একটি চকৌস দল অভিযান চালিয়ে উত্ত মাদক ব্যবসায়ীকে ধরতে সক্ষম হয়েছেন।
আটককৃত নাদিম (২৫) জয়পুর হাটের পাঁচবিবি থানার চেংগ্রামের তরিকুল ইসলামের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় যে, উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ফেন্সিডিল অবৈধভাবে জয়পুরহাট জেলার বিভিন্নস্থানে মাদকসবী ও মাদক কারবারীদর নিকট সরবরাহ কর আসছিল।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।