জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালিদহ গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা ওরফে হৃদয়( ২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ ।
গ্রেপ্তারকৃত মাসুদ পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের পাড়ইল গ্রামের আলম হোসেনের ছেলে ।
থানায় মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী মালিদহ উচ্চ বিদ্যালয় দশম শ্রেণিতে পড়াশোনা করে । আসামি মাসুদ রানা ওরফে হৃদয় তাকে দীর্ঘদিন ধরে প্রেমের কু- প্রস্তাব দিয়ে আসছিল ।
এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় ক্ষুদ্ধ হয় সে । এক পর্যায়ে গত ১৯ জুন রাত সাড়ে নয়টার দিকে মেয়েটির মা তার বাবাকে পার্শ্ববর্তী একটি ইটভাটায় রাতের খাবার দিতে যান । এ সময় ওই মেয়েটি তার ঘরে বসে পড়াশুনা করতেছিল ।
এই সুযোগে মাসুদ রানা ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করতে থাকে । এ সময় ওই মেয়েটির চিৎকারে তার মা- বাবা ছুটে আসলে মাসুদ রানা পালিয়ে যায় ।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মোঃ আলিম বাদি হয়ে পাঁচবিবি থানায় মাসুদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক( ওসি, তদন্ত)মো.হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করলে বুধবার ভোররাতে মাসুদকে গ্রেপ্তার করা হয় ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ তার অপকর্মের কথা স্বীকার করলে একই দিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়
এছাড়া ভুক্তভোগী স্কুল ছাত্রীর চিকিৎসা ও পরীক্ষা- নিরীক্ষার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা পাঁচবিবি থানার ওসি তদন্ত ।