জয়পুরহাটের পাঁচবিবি ২০০ (দুইশত) পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন(০২) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।
শনিবার ( ৪ নভেম্ববর) আনুমানিক রাত ১০.০০ ঘটিকায় উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের অন্তর্গত আগাইর এলাকা হইতে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত হলেন, পাঁচবিবি উপজেলার আয়মা রসুল ইউনিয়নের পূর্ব কড়িয়া গ্রামের শ্রী- জনাতন হেমরম এর ছেলে শ্রী সন্তোষ হেমরম (২৫), আয়মা রসুলপুর ইউনিয়নের দরপাল গ্রামের শ্রী বিফল চন্দ্রের ছেলে শ্রী সুমন চন্দ্র(৩০)
মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নুরে আলম এর দিক নির্দশনায় গোয়ান্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুনের নেতৃত্বে পাঁচবিবি উপজেলার আয়মা রসূলপুর ইউনিয়নের আগাইর এলাকা হইতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান,এএসআই(নিঃ) মোঃ ইসমাইল হোসেন, এএসআই(নিঃ) মোঃসাজেদুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে।
গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পাঁচবিবি থানায় মামলা রুজু করা হয়েছে।