নীলফামারী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৫ জন গ্রেফতার।
গত ২৪ ঘন্টায় জেলা পুলিশ নীলফামারী বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট-১৫ জন আসামী গ্রেফতার করেন।
নীলফামারী থানাঃ
(ক) নিয়মিত মামলায় গ্রেফতার-০৪ জন।
(খ) গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার ০৩ জনঃ
জি আর ওয়ারেন্ট মূলে গ্রেফতার-০১ জন; সি আর ওয়ারেন্ট মূলে গ্রেফতার-০২ জন।
সৈয়দপুর থানাঃ
(ক) নিয়মিত মামলায় গ্রেফতার-০২ জন।
জলঢাকা থানাঃ
(ক) গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার-০১ জনঃ
জি আর গ্রেফতার-০১ জন।
(খ) অন্যান্য ভাবে গ্রেফতারঃ
ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেফতার-০১ জন।
ডোমার থানাঃ
(ক) নিয়মিত মামলায় গ্রেফতার-০৪ জন।
মন্তব্যঃ গত ২৪ ঘন্টায় নীলফামারী জেলায় মূলতবী গ্রেফতারি পরোয়ানার মধ্যে (তামিল রিকল ও অন্যান্য) ভাবে মোট ০৭ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি হয়েছে।