At bagon.la you can Buy webshells, phpmailer, Combo list
নিজের বাড়ি ও আশ্রয়স্থল ফিরে পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 15 July 2023
  • অন্যান্য

নিজের বাড়ি ও আশ্রয়স্থল ফিরে পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন

Google News

নিজের বাড়ি ও একটি থাকার আশ্রয়স্থল ফিরে পাওয়ার দাবীতে সু- বিচার চেয়ে চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন ইসবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মথুয়াপাড়া প্রতিবন্ধী ভিক্ষক মমেজা খাতুন। দীঘদিন ধরে বাড়িতে না থাকায় ভিক্ষুক প্রতিবন্ধী মোছাঃ মমেজা খাতুনের দলিলকৃত ক্রয়জমি ৩ শতক ও পত্রিকসূত্রে ৩ শতক মোট ৬ শতক জমি বসত বাড়ি দখল করে নেওয়ায় অভিযোগ উঠেছে তার আপন চাচাত ভাইয়ের ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে। বর্তমানে তিনি রাস্তায় পাট খড়ি দিয়ে গাছের নিচে বসবাস করছে। পরিবারে তেমন কেউ না থাকায় কোথাও সু -বিচার পাইনি মমেজা খাতুন। বিভিন্ন সময়ে এটি বিচার শালিস হয়ে আপস হলেও ভিক্ষুকের বাড়ি ছেড়ে দেয়নি দখলদাররা। এ বিষয়ে চিরিরবন্দর থানায় একটি প্রেসিকিসন মামলা হলেও তারা জমি ছেড়ে দেয়নি। এ বিষয়ে তিনি সু-বিচার চেয়ে,ইসবপুর ইউপি চেয়ারম্যান, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার, ছাড়াও বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি মমেজা খাতুন। এখনো তিনি বর্তমানে রাস্তায় শুয়ে দিন কাটাচ্ছে। একটি মাথা গোছার থাই চেয়ে আবেদন চেয়েছেন সবার কাছে।