নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আব্দুর রহিম শেখ কিশোর গ্যাং কতৃক হামলার শিকার হয়েছেন এতে গুরতর আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি আছে ।
স্থানীয়সূত্রে জানাযায় গতকাল ৯ আগষ্ট বুধবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে রহিম শেখ রুখালী বাজারে তার চাউল ও মাছের খাবারের দোকান বন্ধ করে চাকই মোল্লার হাট বাজারে দিকে আসার সময় রুখালী পশ্চিমপাড়া শরিফুল শেখের বাড়ির কাছে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে ওত পেতে থাকা কিশোর গ্যাংয়ের লিডার রুখালী গ্রামের মৃত খালেক বিশ্বাসের ছেলে কাদের বিশ্বাস বিশ্বাসের নেতৃত্বে, হায়াতুর বিশ্বাসের ছেলে রায়হান বিশ্বাস, কাদের বিশ্বাসের ছেলে মিরাজ, মৃত রোকন বিশ্বাসের ছেলে মিকাঈল,মৃত শিকার বিশ্বাসের ছেলে কারিমুল,ও আকিদুল বিশ্বাসের ছেলে ইয়াসিন সহ অজ্ঞাত বেশ কয়েকজন মিলে যুবলীগ নেতা আব্দুর রহিমের উপর আতর্কিত হামলা চালাই, এতে রহিম গুরুত্বর আহত হয় তার চিৎকার শুনে এলাকায় লোকজন ছুটে এলে তাকে ফেলে পালিয়ে যায় তারা, স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ বিষয়ে যুবলীগ নেতা আব্দুর রহিম দৈনিক সত্যের কণ্ঠ বলেন, প্রতিদিনের মত কাল রাতে আমি দোকান বন্ধ করে চাকই মোল্লার হাটে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে তারা আমার উপর হামলা চালাই এবং আমার কাছে থাকা মোবাইল ফোন এবং লক্ষাধিক টাকা ছিলো সেগুলো ছিনিয়ে নিয়ে যায় তারা, রহিম শেখ আরও বলেন এলাকার মানুষ যদি না আসতো তাহলে হয়তো ওরা আমাকে মেরেই ফেলতো, আমি এর সুস্থ বিচার চাই।
এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রহিমের মা কান্না জড়িয়ে বলে্ আমার ছেলের সাথে যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে সুস্থ বিচার করা হোক।
রহিম শেখের বোন বলেন, আমার একটামাত্র ভাই তাকে হত্যার উদ্দেশ্য করে তারা হামলা করেছে আমি এর সঠিক বিচার চাই।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, লিখত অভিযোগ পেয়েছি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।