Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 4 June 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

দেশের জন্য প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ৩ ঘণ্টা ঘুমান সেতুমন্ত্রী

ডেক্স রিপোর্ট
June 4, 2023 12:20 pm । ১৭০ জন

Google News

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ৩ ঘণ্টা ঘুমান । বাকি ২১ ঘণ্টা তিনি ঘুমান না । রাত জেগে কাজ করেন । সারা দিন বসে বসে দেশের অর্থনীতির কথা ভাবেন । সাধারণ মানুষের কথা ভাবেন । ’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘ শেখ হাসিনা বিদেশে আনন্দ করার জন্য যান না । সম্প্রতি বিদেশ সফরে গিয়েছিলেন বাংলাদেশে সহযোগিতা আনার জন্য । অথচ তাঁর সফর নিয়ে ফখরুল যা ইচ্ছে তাই বলেন । মিথ্যাচার তাঁদের একমাত্র সম্পদ । মিথ্যাকে পুঁজি করে তাঁরা আজকে শেখ হাসিনার সমালোচনা করেন । তাঁকে ক্ষমতা থেকে হঠাতে চান । ’
আজ রোববার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল জলিলের স্মরণসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন । আব্দুল জলিলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগ এই আয়োজন করে ।

সেতুমন্ত্রী বলেন, ‘ বিএনপির দেখতে দেখতে ১৪ বছর চলে গেছে । আন্দোলন হয় না । মরা গাঙ্গে জোয়ার আসে না । এর মানে জনগণ না থাকলে আন্দোলন হয় না । জনগণ নাই, বিএনপির আন্দোলন নাই । বিএনপির আন্দোলন ভুয়া । ৫২ দফা ভুয়া, ২৭ দফা ভুয়া । বিএনপির ৫৪ দল ভুয়া । ’

বিএনপির নেতা- কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ তাদের আজকে বড় জ্বালা । পদ্মা সেতু হয়ে গেল । মেট্রোরেল চালু হলো । বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে । কিছুদিন লোডশেডিং হয়তো থাকবে । সেটাও ঠিক হয়ে যাবে । বিএনপির অন্তর জ্বালা কমবে না । নালিশ করতেই থাকবে । ’
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিশ্ব পরিস্থিতি দায়ী বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ সারা বিশ্বে আজকে নতুন নতুন সংঘাত ও যুদ্ধ পৃথিবীকে স্থিতিহীন করে তুলেছে । জ্বালানির মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা শুধু আমাদের নয়, সারা বিশ্বের সমস্যা । বড় বড় দেশগুলো যুদ্ধ করে । একে- অন্যকে নিষেধাজ্ঞা দেয় । ’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘ শেখ হাসিনা কাতারে গিয়ে জ্বালানির যে সহযোগিতা পেয়েছেন, সেটা আমাদের সংকট থেকে সামনের দিনগুলোতে উদ্ধার করবে । আপনাদের কাছে চামচাগিরি করব না । যা সত্য তা- ই বলব । সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কষ্ট পাচ্ছেন । এ জন্য শেখ হাসিনা শান্তিতে নেই । ৪৮ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতা ও সবচেয়ে দক্ষ কূটনীতিকের নাম শেখ হাসিনা । ’

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ বিএনপি জানুয়ারিতে নির্বাচন করতে পারেনি । ফেব্রুয়ারিতে পারেনি । মার্চ, এপ্রিল, মে মাসে পারিনি । জুনেও পারবে না । জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বরেও পারবে না । ডিসেম্বরে তো নির্বাচন । তখন হবে ফাইনাল খেলা । খেলা হবে । ’

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দিন তরফদার, নিজাম উদ্দিন জলিল, আনোয়ার হোসেন প্রমুখ । স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ।

আজ দুপুরে স্মরণসভায় যোগ দেওয়ার আগে দলীয় নেতা- কর্মীদের নিয়ে আব্দুল জলিলের কবর জিয়ারত করেন সেতুমন্ত্রী । এরপর তিনি দলীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করে স্মরণসভায় যোগ দেন ।