Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 20 September 2023
  • অন্যান্য

“দেশকে এগিয়ে নিতে হলে নৌকার বিকল্প নেই” – ড. ফারুক

স্টাফ রিপোর্টারঃ
September 20, 2023 1:15 pm । ৮২ জন

Google News

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক এর উদ্যেগে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণির নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ২০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে সোমপাড়া কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান শেখ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অরচার্ড গ্রুপের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ ফারুক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ কালীন মুজিব বাহিনীর কমান্ডার, সাবেক নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মাহমুদুর রহমান বেলায়েত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা খানম সাকী, চাটখিল উপজেলা হিন্দু বোদ্ধ ও খ্রিস্টান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ ভট্টাচার্য।

উপস্থিত নেতৃবৃন্দের মাঝে র্্যাফল ড্র অনুষ্ঠিত হয় এবং ড্র বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।