Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 17 July 2023
  • অন্যান্য

দিনাজপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে তরুণকে হত্যা

Google News

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরের পার্বতীপুরে ছুরিকাঘাতে লতিফুর কবির মোমিন (২০) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মমিনুর ইসলাম কুড়ি (২৫) নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

নিহত লতিফুর কবির মোমিন (২০) পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের গোয়ালাপট্টির লুৎফর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার (১৫ জুলাই) রাত ১১ টার দিকে পুরাতন বাজার সাগর সিনেমা হল সংলগ্ন রাস্তায় দাড়িয়ে ছিলেন মোমিন। এ সময় ভ্যানচালক মমিনুর ইসলাম কুড়ি তাঁর চলন্ত ভ্যানে তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।

পরে আঘাতপ্রাপ্ত মোমিন কয়েকজন বন্ধুকে নিয়ে কুড়ির বাড়িতে বিচার দিতে যান। কুড়ির বাবা মহির উদ্দীনের সঙ্গে কথা বলার একপর্যায়ে ভ্যানচালক মমিনুর বাড়ি থেকে দৌঁড়ে বের হয়ে মোমিনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

মোমিনের বন্ধুরা জানান, গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

সংবাদ পেয়ে পার্বতীপুর মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে ভ্যানচালক মমিনুর ইসলাম কুড়িকে আটক করেছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী মমিনুর ইসলামের বাড়ি ভাংচুর করেছে।