Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 28 August 2023
  • অন্যান্য

দিনাজপুরে ৩ মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুরে পুলিশের গোয়েন্দা শাখা( ডিবি) শহরে অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

সোমবার দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম । এসময় ডিবি পুলিশের ওসি এএফএম মনিরুজ্জামান মন্ডল উপস্থিত ছিলেন ।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর শহরের বড়বন্দর ফকিরপাড়ার মোহাম্মদ বাবুর দুই ছেলে নুর ইসলাম বাপ্পী( ৩৮) ও শাহিনুর ইসলাম হ্যাপি( ৩৩), একই এলাকার মৃত রফিকুল্লাহর ছেলে মোহাম্মদ সুমন( ৩৫) । প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম জানান, রোববার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টিম দিনাজপুর শহরের শাখারীপট্টি শিল্পকলা একাডেমির সামনের সড়কে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে ।

এসময় তাদের কাছে বাজারের ব্যাগে রাখা ৩ হাজার ১০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় । তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল ।

সোমবার দিনাজপুর কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।