Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 26 July 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবিঃ প্রতিনিধি

Google News

১০ (দশ) কেজি গাঁজাসহ কিশোরগঞ্জ সদর থানার মুকসুদপুর চৌধুরী ফিলিং স্টেশনের বিপরীতে কিশোরগঞ্জ টু ভৈরব মহাসড়কে অভিযান পরিচালনা করে মো. মনা মিয়া (৪৫)কে গাঁজা বিক্রয় করার সময় জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী মো. মনা মিয়া (৪৫) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার তারাশাইল এলাকার মৃত সুলতান আহম্মেদ ও মোসা. রুফিয়া বেগমের ছেলে।

এই বিভাগের আরো খবর দেখতে ক্লিক করুন……..

জানা যায় ২৫-০৭-২০২৩ খ্রি. সকাল ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে৷ গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে নিজ হেফাজতে থাকা ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় সকাল৬টায় জেলা ডিবি পুলিশ৷ গ্রেফতারকৃত মো. মনা মিয়া (৪৫)কে ডিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারেন , তিনি কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন। স্থানীয় লোকজনের মতে, ধৃত মো. মনা মিয়া (৪৫) এর এহেন কর্মে এলাকার বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রসহ যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।