Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 1 September 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল ও কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা – ড. মোহাম্মদ ফারুক

Google News

ডিজিটাল বাংলাদেশ, শিক্ষিত বেকারদের নতুন নতুন কর্মসংস্থান গড়ার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশেষ ভুমিকা রাখার প্রত্যায় ব্যাক্ত করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ ফারুক।

মহান স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যে এমন মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা, অরচার্ড গ্রুপের চেয়ারম্যান ও মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ ফারুক।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সোনাইমুড়ী হামেদিয়া কামিল মাদরাসা ৩১ আগষ্ট (বৃহস্পতিবার) বিকেলে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু’র সঞ্চালনায় সভাপতি মমিনুল ইসলাম বাকের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মাহমুদুর রহমান বেলায়েত।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফরিদা খানম সাকী এমপি। বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা, অর্চাড গ্রুপের চেয়ারম্যান ড.মোহাম্মদ ফারুক। সাবেক ছাত্র লীগের আহবায়ক খলিলুর রহমান খলিল, জসিম উদ্দিন জাহিদী, সোনাইমুড়ী কলেজের সাবেক ভিপি ও জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান বাহার ও সোনাইমুড়ী পৌরসভার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক দুলাল প্রমূখ।