শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৯জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে । জানাগেছে ১৯জুন সোমবার রাত সোয়া ৩টার সময় নাচনমূহুরী এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন । মৃত ময়ছের আলীর ছেলে মোহাম্মদ আলী( ৪২) আঃ আজিজের ছেলে আকছার আলী( ২৯) আ; সাত্তারের ছেলে আজিজুল হক( ৪৭) আ; কাদেরের ছেলে মনির হোসেন( ৩৭) কাসেম মন্ডলের ছেলে হাসান পলাশ( ৪৫) আ; ওহাবের ছেলে আকরাম হোসেন( ৪৫) খোকামিয়ার ছেলে জিয়ারুল ইসলাম( ৪০) হারুন মিয়ার ছেলে কাজল মিয়া( ৪২) সৈয়দুর রহমানের ছেলে কবির হোসেন( ৩৮) সবাই উপজেলার বিষ্ণপুর গ্রামের বাসিন্দা গ্রেফতারকৃতদের ২০জুন মঙ্গলবার শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।