জেলা প্রশাসক কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় গ্রেফতার নাসিরউদ্দিন (২৬) কে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আজ রোববার (৯ জুলাই ) দুপুরে ঠাকুরগাঁও চীফ জুডিশীয়াল মেজিষ্ট্রেট আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা এই আদেশ দেন।
পুলিশ জানায়, হঠাৎ জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে নাসিরউদ্দিন জেলা প্রশাসকের কক্ষ, সভাকক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসক, সাধারণ শাখাসহ কয়েকটি কক্ষের থাই গ্লাস ভেঙ্গে গুড়িয়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত নাসিরউদ্দিনকে আটক করে। পরে আজ তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। পরে চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতের বিচারক আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতল ভবনের প্রতিটি কক্ষের দরজা ও জানালার সব গ্লাস ভাঙচুর করে। পরে তাকে ধরতে গিয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ আহত হয়।
আটককৃত নাসির উদ্দীন হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।