Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 16 August 2023
  • অন্যান্য

জমি নিয়ে বিরোধের জেরে ভাবিকে কুপিয়ে হত্যা, দোকানে বসে কলা খাচ্ছিলেন হত্যাকারী

ফরিদপুর প্রতিনিধি
August 16, 2023 3:58 pm । ২২৫ জন

Google News

ফরিদপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাবিকে কুপিয়ে হত্যার পর দোকানে বসে কলা খাচ্ছিলেন রব মিয়া( ৭০) নামের এক ব্যক্তি । খবর পেয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ ।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এম এ জলিল দৈনিক সত্যের কণ্ঠ কে বলেন, বুধবার( ১৬ আগস্ট) দুপুরে খবর পেয়ে শহরের কমলাপুরের লালের মোড় থেকে রব মিয়াকে গ্রেফতার করা হয় ।

তিনি আরও বলেন, দোকানে বসে রব মিয়ার কলা খাওয়ার ভিডিও ফেসবুকে দেখতে পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ ।

এর আগে মঙ্গলবার( ১৫ আগস্ট) বিকেলে কমলাপুর লালের মোড় এলাকার একটি বাড়িতে বড় ভাই রাজা মিয়ার স্ত্রী মাজেদা পারভিনকে( ৬৩) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন রব মিয়া । এ ঘটনায় রব মিয়াকে একমাত্র আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন নিহতের ছেলে রুহুল আমীন ।

রুহুল আমিন( ২২) বলেন, ‘ চাচা রব মিয়া ২২ শতাংশ জমি বিক্রি করেন আমাদের কাছে । অনেক আগেই তার টাকা পরিশোধ করা হয়েছে । মঙ্গলবার বিকেলে তিনি আবারও কিছু টাকা দাবি করেন । দিতে না পারায় হাতে থাকা চাপাতি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন । ’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের কমলাপুর লালের মোড় এলাকার বাসিন্দা রাজা মিয়ার( ৭৫) বাড়িতে ঢুকে স্ত্রী মাজেদা পারভিনকে কুপিয়ে হত্যা করেন রব মিয়া । পরে চাপাতি পুকুরে ফেলে পালিয়ে যান ।

রাজা মিয়ার বাড়ির ভাড়াটিয়া আছিয়া বেগম( ৫৫) বলেন, ‘ হঠাৎ আর্তচিৎকার শুনে এসে দেখি বাড়িওয়ালার স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে বিছানায় ফেলে রেখেছে । পরে আমার চিৎকার শুনে অন্যরা আসে । ’

রাজা মিয়া বলেন, ‘ আমি নামাজ পড়ছিলাম । ঘরের সামনে এসে আমাকেও চাপাতি দিয়ে কোপাতে যায় রব । তখন আমি ঘরের সিটকিনি মেরে বাঁচি । পরে চলে যাওয়ার সময় পুকুরে চাপাতি ফেলে যায় রব । ’

স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তিতে বাড়ি বানিয়ে পরিবার নিয়ে বসবাস করে আসছেন রাজা মিয়া । তার ছোট ভাই রব মিয়া তাদের পাশেই থাকেন । পাঁচমাস বয়সী সন্তানকে নিয়ে রব মিয়ার স্ত্রী অনেক আগেই তাকে ছেড়ে চলে যান । সেই থেকে তিনি একাই থাকেন । তাদের আরও একজন ছোট ভাই ছিলেন যিনি আগেই মারা গেছেন । ওই ভাইয়ের বিধবা স্ত্রী ও তার পরিবারও পাশেই থাকেন । সম্পত্তি বেচাকেনা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে ।

এদিকে এ হত্যাকাণ্ডের পর বুধবার দুপুরে একটি ভিডিও পোস্ট করেন মুন্সি হাবুল জোবার্গার নামের এক ব্যক্তি । সেখানে বেলা ১১টার দিকে রব মিয়াকে দোকানে বসে কলা খেতে দেয়া যায় । ভিডিওতে পালাওনি কেন জানতে চাইলে তাকে বলতে শোনা যায়, ‘ ওই ব্যাটা, আমি খুন করছি, পলাবো ক্যা? । পলাবো না । আমি শাহেনশাহ । ’

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি এম এ জলিল দৈনিক সত্যের কণ্ঠ কে বলেন, পারিবারিক সম্পত্তির বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড হয়েছে । খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে । দুপুরে আসামিকে গ্রেফতার করা হয় ।