নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরেকোট মল্লিক বাড়িতে বৃহস্পতিবার সকালে গৃহবধূ উম্মে হানি তৃপ্তি( ২৪) শারীরিক নির্যাতন করে গলায় ফাঁশ লাগিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে । এর নৈপথ্যো রয়েছে স্বামীর সাইফুল ইসলাম( ৩৩) পরকীয়া ।
গুরুতর অবস্থায় উম্মে হানি তৃপ্তিকে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় । সাইফুল ইসলাম ইউনিয়নের মল্লিক বাড়ির গোলাম মাওলার ছেলে ।
২০১৮ সালে পারিবারিকভাবে তাদের বিবাহ হয় । তাদের ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে । গৃহবধূ তৃপ্তির মা জোহরা খাতুন জানান, তার মেয়ের উপর সাইফুল ইসলাম ও তার পরিবারের শারীরিক ও মানষিক ভাবে অত্যাচার করে আসছেন । সাইফুল গত মাসে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসলে তাকে মোটরসাইকেল ও ৫০০ জনকে মেজবান খাওয়ানো জন্য চাপ সৃষ্টি করেন । তৃপ্তির পরিবারের সামর্থ্য না থাকায়, তার প্রতি প্রতি মানষিক চাপ প্রয়োগ করতে থাকে সাইফুলের পরিবার । তৃপ্তিকে বিল্ডিং কেচি গেট বন্ধ করে, এর ভিতরে কক্ষে গলায় ফাঁশ লাগিয়ে হত্যার চেষ্টা করে । এ সময় তৃপ্তি শোর চিৎকার শুনে বাড়ির আশ পাশের মানুষ এসে কেচি গেটের তালা ভেঙে তাকে উদ্ধার করেন । তৃপ্তি তার মাকে খবর দিলে, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে যান । তৃপ্তির মা জোহরা খাতুুন মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, এ বিষয় তার নিকট কোন তথ্য নেই, তবে অভিযোগ আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান ।