Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 10 November 2023
  • অন্যান্য

খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন কর্মসূচির উদ্বোধন

Google News

দিনাজপুরের খানসামায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি /২০২৩-২০২৪ মৌসুমের আওতায় গম,ভূট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ,মুগ,উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫৫৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদের মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ফসলের উৎপাদনশীলতায় বৃদ্ধির লক্ষে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উন্নয়নশীল দেশের অগ্রযাত্রা উত্তরনের অভিযাত্রায় কৃষির অবদান রয়েছে। খানসামা উপজেলা কৃষিতে অগ্রযাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার কৃষি আধুনিকরণ ও কৃষি উন্নয়র সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হাবিবা আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণ কুমার রায়, উপকারভোগী কৃষকসহ গণ্যমাধ্যমকর্মীগণ।

dsk tv