টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিপ্রবাড়ী (বৃত্তিবাড়ী) নামক মরহুম শাহবাজ উদ্দিন ফকিরের বাড়িতে সিঁধ কেটে চুরি করে ।
গত সোমবারে (২৫ ডিসেম্বর) আনুমানিক ২টায় মরহুম শাহাবাজ উদ্দিনের বাড়িতে সিঁধ কাটার ঘটনা ঘটে।
মরহুম শাহবাজ উদ্দীনের ফকিরের ছেলে মোঃ হানিফ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাড়ীতে গত রাত্রে আনুমানিক ২ টায় সিং কেটে আমার ছোট দুই বোনের জমানো ২৫-৩০ হাজার টাকা এবং স্মার্ট ফোন,আরও অনেক জিনিস পত্র চুরি করে নিয়ে গেছে এখন আমি কিভাবে চলবো তা আমার কুল কিনারা নাই। এইভাবে কিছুদিন আগে সাইফুল ইসলামেরর বাড়িতে টিউবওয়েল চুরি করা নেওয়া হয়েছে।
আসাদুজ্জামান আসাদ বাড়ীতে প্রোল্টি ফ্রাম থেকে টিউবওয়েল, মোটর চুরি করা নেওয়া হয়। শহিদুল মন্ডলের বাড়ীতে টিউবওয়েল আরও অনেক কিছু।
মোঃ আক্তারের টিউবওয়েল, টাকা পয়সা । বিপ্রবাড়ি বাজারে দোকানদার হায়দার আলীর টিউবওয়েল চুরি হয়েছে। এরকম চুরি করে নেয় তাহলে আমরা নিঃস্ব হয়ে যাবো এবং আমাদের দাবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা তাড়াতাড়ি ব্যবস্থা করা হয়।