Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 5 November 2023
  • অন্যান্য

কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশং ডে-২০২৩ পালন

পুলিশ জনতা ঐক্য করি,স্মাট বাংলাদেশ গড়ে তুলি,এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩পালিত হয়েছে।

Google News

শনিবার এ উপলক্ষে পুলিশ সুপার কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় । র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় । পরে পুলিশ লাইন্স ড্রীল সেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক আহমেদ, এনএসআই এর উপ- পরিচালক ইকবাল হোসাইন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাড. মায়া ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ডা. সিদ্দিক হোসাইন, ইবনে আব্দুল্লাহ শাজাহান প্রমুখ ।