পটুয়াখালীর গলাচিপা উপজেলার চাঞ্চল্যকর কলেজ ছাত্র জিসান হত্যা মামলার প্রধান অভিযুক্ত বাপ্পি গ্যাং এর সম্রাট বাপ্পি চৌকিদার ও তার গ্যাং এর অন্যতম সদস্য মাহিন শীহালি র্যাবের হাতে গ্রেফতার।
শ্বাসরুদ্ধকর ৬৫ ঘন্টার অভিযান চালিয়ে শুক্রবার (২২শে মার্চ) ভোলার দক্ষিণ আইচা থানার করিম পাড়ার একটি বিছিন্ন চর এলাকা হতে পলাতক প্রধান আসামী বাপ্পিকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব-৮ এর একটি অভিযানিক দল। পরদিন ২৩শে মার্চ শনিবার ভিন্ন একটি অভিযানে র্যাব১৫ এর সহযোগীতায় হত্যাকাণ্ডে অভিযুক্ত ২য় আসামী মাহিন কে গ্রেফতার করা হয়। ২৪শে মার্চ রবিবার দুপুর সাড়ে ১২ টায় পটুয়াখালী র্যাব ক্যাম্পে র্যাবের বরিশাল বিভাগীয় অধিনায়ক জুবায়ের আলম শোবন এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান। প্রেস ব্রিফিং এর সময় কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা সহ র্যাব সদস্য বৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং এ র্যাব জানায় প্রাথমিক জিগ্যাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা শিকার করেছেন। মামলা হওয়ায় গ্রেফতার থেকে বাঁচতে আসামীরা আত্মগোপন করেছিলেন। আসামীদের গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে, থানা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।এছাড়া বাপ্পি গ্যাং এর অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। র্যাব আরো জানায় তাদের মূল উদ্দেশ্য কি? এবং তাদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটা তদন্ত সাপেক্ষে খুঁজে বের করা হবে, যদি কেউ জড়িত থাকে তাহলে তাদেরও আইনের আওতায় আনা হবে। আমরা শুধু আসামীদের গ্রেফতার করেই অব্যাহতি দিচ্ছিনা, আমরা এটার শিকড় খুঁজে বের করবো।