Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 8 September 2023
  • অন্যান্য

এসএসসিতে জিপিএ ৫ পাওয়া ৩৬৪ জন শিক্ষার্থী‌কে সংবর্ধনা প্রদান

Google News

`ফু‌লের মত ফুট‌বো মোরা, আ‌লোর ন্যায় ছুট‌বো জ্ঞা‌নের আ‌লো সা‌থে নি‌য়ে দেশটা‌কে গড়‌বো`।
শ্লোগান‌কে সামনে রে‌খে দিনাজপু‌রের চি‌রিরবন্দর ও খানসামা উপ‌জেলায় এবার মাধ্য‌মিক পরীক্ষায় জি‌পিএ- ৫ প্রাপ্ত ৩৬৪ জন কৃ‌তি শিক্ষার্থী‌কে সংবর্ধনা প্রদান করা হ‌য়ে‌ছে। শুক্রবার বি‌কেল চারটায় উপ‌জেলা কন‌ভেনশন এন্ড ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে এই সংবর্ধনা অনুষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রে‌ছে চি‌রিরবন্দর এ‌বি ফাউ‌ন্ডেশন।

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন, হাজী মোহাম্মদ দা‌নেশ বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যাল‌য়ের উপাচার্য এম কামরুজ্জামান, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত যুদ্ধাহতবিীর মু‌ক্তি‌যোদ্ধা আমজাদ হো‌সেন, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এ‌কেএম শরীফুল হক, উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা ফজ‌লে এলাহী, উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি সুনীল কুমার সাহা, সাধারন সম্পাদক আব্দুল আলিম সরকার
প্রমুখ

অনুষ্ঠা‌নে শিক্ষার্থী‌দের উ‌দ্দে‌শে বক্তারা ব‌লেন, সা‌র্টি‌ফি‌কেট কিংবা জিপিএ-৫ পাওয়া বড় কথা নয়। এতে প্রকৃত শিক্ষা অর্জন হয়না। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শেখায়। আজ‌কে তরুণ‌দের যুদ্ধে যাবার সময়। ত‌বে এ যুদ্ধ নিজেকে গড়ার যুদ্ধ, দেশ গড়ার যুদ্ধ। স‌ত্যের প‌থে এগিয়ে যাবার যুদ্ধ। দক্ষতা ও জ্ঞান অর্জনের মধ্য দি‌য়ে বর্তমান সরকা‌রের স্মার্ট বাংলা‌দেশ গড়ার কা‌জে যুক্ত হবার সময়। সংবর্ধনা অনুষ্ঠান থে‌কে অনু‌প্রেরণা নি‌য়ে দুরূহ চ্যা‌লেঞ্জ মোকা‌বিলা ক‌রে অসীম সম্ভাবনার বাংলা‌দেশ‌কে গড়‌তে শিক্ষার্থী‌দের আহবান জানান বক্তারা।

dsk tv