Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 14 December 2023
  • অন্যান্য

অভয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Google News

যশোর জেলার অভয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহমেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, অভয়নগর থানার (ওসি) এস এম আকিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির হোসেন হৃদয়।

এছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও মোঃ তৌহিদুজ্জামান, নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা এ এফ এম অহেদুজ্জামান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম, আই সি টি কর্মকর্তা আহসান কবির, অনুসন্ধান মূলক জাতীয় দৈনিক অগ্রযাত্রা পত্রিকা ও ডিপিসি বাংলা টেলিভিশন যশোর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আবুল বাসার (জীবন) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ও মুক্তিযোদ্ধা ও আনছার সদস্যগন উপস্থিত ছিলেন।

শহীদ বুদ্ধিজীবীদের বিভিন্ন কর্মের উপর আলোচনা সহ সকল যড়যন্ত্র রুখতে প্রতিটি পরিবারের সন্তানদেরকে শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে জানাতে হবে।
এর আগে সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রেলওয়ে স্টেশন শহীদ বেদিতে বুদ্ধিজীবীদের স্বরনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

dsk tv